How can use goto function part 2 and last

Bismillahir Rahmanir Rahim
goto ফাংশন আমরা মূলত ব্যবহার করি;এক জাইগা থেকে অন্য জাইগা লাফ দেওয়া/ এক লুপ থেকে অন্য লুপে চলে যাওয়া/ প্রোগ্রাম রিপিড করা ইত্যাদি।আপনি যত এর ব্যবহার করবেন তত এর সম্পর্কে জানতে পারবা।
goto ফাংশন মূলত দুই প্রকার।
  1. Forward/সামনের দিকে যাওয়া
  2. Backward/পেছনে দিকে যাওয়া
 Forward/সামনের দিকে যাওয়া:
এই ফাংশন এর কাজ হল সামনের দিকে যাওয়া মানে প্রগ্রামের উপর থেকে নিচে যাওয়া।
এর গঠন হলঃ
goto end;
.................
.................
.................
end:
কিভাবে কাজ করে এটিঃ
কোন ফাংশনে যদি goto end; পাই/ মানে শর্ত চেক করার পর যদি goto end; পাই তাইলে "goto end;" and "end;" এর মধ্যে যা ই থাক না কেন তা কমপাইলার চেক করবে না end; এর পর থেকে চেক/রিড করা শুরু করবে। আমি একটি প্রোগ্রাম দেখাব-যা থেকে আপনার ধারনা আরও পরিষ্কার হবে।
#include
void main()
{
     int a,b,c;
     printf("name: adhoa\n");
      goto end;
     
     printf("student of IUBAT.\n");
     printf("department of CSE.\n");
     end:
     printf("Id:12303051\n");
     printf("     thank you");
}
এখানে মধ্যের দুইটা লাইন প্রিন্ট করবে না। এখানে প্রথমটা প্রিন্ট করার পর goto এর কাজ শুরু হবে।
end: এর পর থেকে আবার প্রিন্ট শুর করবে।
Backward/পেছনে দিকে যাওয়াঃ
এর সম্পর্কে জানতে আপনাকে পূর্বের পোষ্ট এ যেতে হবে পূর্বর পোষ্টে যেতে ক্লিক করুন .

Socializer Widget By Blogger Yard
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →